Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জেলা শিক্ষা অফিস চট্টগ্রাম

প্রতিষ্ঠানের ধরণঃ জেলা শিক্ষা অফিসারের কার্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জেলা পর্যায়ের সেবামূলক প্রতিষ্ঠান। জেলার মাধ্যমিক (নিম্ন মাধ্যমিক/জুনিয়র, মাধ্যমিক/দাখিল, স্কূল ও কলেজ, মাদ্রাসা) স্তরের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম তদারকি, মনিটরিং, শিক্ষা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন, শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম সমম্বয়ের দায়িত্বে নিয়োজিত দপ্তরটি। 

অবস্থানঃ চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসারের কার্যালয়টি আগ্রাবাদ, সিডিএ- (হাতে খড়ি স্কুল এন্ড কলেজ সংলগ্ন) শিক্ষা কমপ্লেক্স এর ২য় তলায় অবস্থিত। পাঁচতলা বিশিষ্ট এ ভবনে আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকের কার্যালয় যথাক্রমে ৪র্থ ও ৩য় তলায় অবস্থিত। 

চট্টগ্রাম জেলায় আওতাভুক্ত উপজেলা ও থানাঃ  ১৫টি উপজেলা মাধ্যমিক ও ৫টি থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করে জেলা শিক্ষা অফিস।

চট্টগাম জেলায় শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যাঃ চট্টগ্রাম জেলায় আইএমএসভূক্ত (IMS- Institutional Management System) ১১১০টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তম্মধ্যে ৩১ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (বেসরকারি-৩১),  ৬৩০টি মাধ্যমিক বিদ্যালয় (সরকারি-১৫,বেসরকারি-৬১৫), ৪৭টি স্কুল এন্ড কজেল (বেসরকারি-৪৭) এবং ৩০৮টি মাদরাসা (দাখিল-১৭৯, আলিম-৪৪, ফাজিল-৬৫, কামিল-২০) রয়েছে।  

পদ সৃষ্টিঃ BCS recruitment Rules 1981 এর সিডিউলভুক্ত বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত বিদ্যালয় ও পরিদর্শন শাখার পদ সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার পদ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক/সহকারী জেলা শিক্ষা অফিসার হতে ৮০% পদোন্নতির এবং সরকারি কর্ম কমিশন সচিবালয় এর মাধ্যমে সরাসরি ২০% নিয়োগের মাধ্যমে  জেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।  পদটি সৃষ্টির পর থেকে মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে জেলা শিক্ষা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাধ্যমিক শিক্ষাস্তর স্কুল, স্কুল এন্ড কলেজ, কলেজ (এইচএসসি) এবং মাদ্রাসার (আলিম পর্যায়) সার্বিক্ ব্যবস্থাপনার মূল কেন্দ্র এ অফিস। 

প্রধান কাজঃ জেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মসূচী ( বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেষণ প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা, জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিদর্শন, শিক্ষক প্রশিক্ষণ, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন, শিক্ষা বিষয়ক সমম্বয় ইত্যাদি) মাধ্যমে গুণগত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ভিত্তিক শিক্ষণ-শিখন কার্যক্রম নিশ্চিত করা এই অফিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। 

আমরা যা ধারণ করিঃ 

কারিকুলামের আবহে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ-শিখন কার্যক্রমের মাধ্যমে  মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসারী প্রজন্ম তৈরী করা। 

* মানবীয় গুণাবলীর সর্বোচ্চ বিকাশ, সামাজিক গুনাবলী অনুসরণমুখী প্রজন্ম, অর্থনৈতিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি বিনির্মাণ করা। 

* নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করতঃ বৌদ্ধিক গুণাবলী অর্জন, সাহিত্য, বিজ্ঞান, গণিত, জীবন সংশ্লিষ্ট বিষয় চর্চামূখী নাগরিক তৈরী করা। 

* চতুর্থ শিল্প বিপ্লবের আবহ চিত্রপটে ধারণ করে নিজেকে প্রস্তুত করার গুণাবলী অর্জন। 

* প্রয়োগমুখী শিক্ষার মাধ্যমে গুণগত আচরণ চর্চায় নতুন প্রজন্মের মাঝে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও কাজ করার মানসিকতা গুণাবলী সঞ্চালন করার মাধ্যমে অনুশীলন ও জীবনে তা প্রয়োগ করতে অভ্যস্ত নাগরিক তৈরী করাই আমাদের একমাত্র ব্রত।